দিরাই প্রতিনিধি

১১ এপ্রিল, ২০১৯ ১৪:৩৯

দিরাইয়ে বজ্রপাত থেকে সুরক্ষা বিষয়ক কর্মশালা

দিরাইয়ে বজ্রপাত থেকে সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের সভাপতিত্বে ও ব্র্যাকের উপজেলা সমন্বয়কারী পারুল আক্তারের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া।

বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, শিবলী আহমেদ বেগ, রতন কুমার দাস তালুকদার, সৌম্য চৌধুরী, আব্দুল কদ্দুস, রেজুয়ান খান, মুজিবুর রহমান, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু মো. মনিরুজ্জামান, খাদ্য কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বুলবুল চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় ব্র্যাকের অর্থায়নে উপজেলার বরাম হাওরে বজ্রপাত নিরোধক আশ্রয় কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত