সিলেটটুডে ডেস্ক

১২ এপ্রিল, ২০১৯ ১৭:২৬

সুনামগঞ্জে নুসরাত হত্যার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিল

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফীকে পুড়িয়ে মারার প্রতিবাদে সকল দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদ।

শুক্রবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধনে ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থী ও সুধীজন অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

তারা অবিলম্বে নুসরাত হত্যায় জড়িতদের কঠিন শাস্তি কার্যকরের দাবি জানান। এই ঘটনায় জড়িত অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা, পুলিশ কর্মকর্তা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ দোষী সকলকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন সিপিবি’র জেলা কমিটির সভাপতি কমরেড চিত্তরঞ্জন তালুকদার, কবি ও গবেষক ইকবাল কাগজী, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. রইসুজ্জামান, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সহ-সভাপতি নূরজাহান সাদেক নূরী।

এসময় আরো বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি দুর্যোধন দাস দুর্জয়, সাধারণ সম্পাদক আসাদ মনি, সাংগঠনিক সম্পাদক পাপ্পু সরকার, কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মনির হোসেন দুর্জয়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাফিয়া আক্তার, ঝরণা আক্তার প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত