হবিগঞ্জ প্রতিনিধি

১৩ এপ্রিল, ২০১৯ ০১:২৬

হবিগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের আধিপত্য

হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অপরদিকে সভাপতিসহ বেশ কয়েকটি পদে জয়লাভ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। বৃহস্পতিবার সারাদিন ভোট গ্রহণ শেষে রাত ৩টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে বিএনপি মনোনীত সভাপতি প্রার্থী বদরুল আলম বদরু ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ নেতা এডভোকেট আবুল মনসুর পান ২১৫ ভোট। সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত এডভোকেট রুহুল হাসান শরীফ ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বি বিএনপির এডভোকেট সামছুল হক পান ২৪৭ ভোট।

নির্বাচনে সহ-সভাপতি পদে এডভোকেট পারভীন আক্তার ২১১ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক ফৌজদারি পদে এডভোকেট আশরাফুল আলম ৩১৩ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ানী পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এডভোকেট জ্যোতিষ গোপ, লাইব্রেরী সম্পাদক পদে এডভোকেট দেওয়ান জাকির হোসেন মোহাম্মদ জাকারিয়া ৩৭৪ ভোট ও ক্রীড়া সম্পাদক পদে এডভোকেট আলী মোহাম্মদ সারোয়ার ৩৭৪ ভোট পেয়ে জয়লাভ করেন।

সিনিয়র সদস্য পদে এডভোকেট আইয়ুব আল আনসারী ৩৭৫ ভোট, এডভোকেট লতিফুর রহমান অনু ৩৭২ ভোট, এডভোকেট কুতুব উদ্দিন শাহ ৩১৪ ভোট এবং এডভোকেট জসিম উদ্দিন ৩১১ ভোট পেয়ে জয়লাভ করেন। জুনিয়র সদস্য পদে ৩০৫ ভোট পেয়ে জয়লাভ করেন এডভোকেট মোহাম্মদ হারুন, ২২৭ ভোট পেয়ে এডভোকেট মোস্তাফিজুর রহমান ও ২২৪ ভোট পেয়ে এডভোকেট খোকন গোপ জয় লাভ করেন।

প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট নুরুল আমিন জানান, নির্বাচনে ৫৩১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আপনার মন্তব্য

আলোচিত