বড়লেখা প্রতিনিধি

১৫ এপ্রিল, ২০১৯ ০০:৫৮

বড়লেখায় প্রাণের উৎসব নববর্ষ উদযাপন

‘‘নতুন সূর্য, নতুন প্রাণ, নতুন সুর, নতুন গান, নতুন আলোয় কাটুক আঁধার, আসুক হর্ষ, শুভ হোক নববর্ষ’’ এই স্লোগানে মৌলভীবাজারের বড়লেখায় নানা আয়োজনে বাংলা নতুন বছর ১৪২৬ -কে বরণ করেছে বড়লেখা নজরুল একাডেমি।

রোববার (১৪ এপ্রিল) সকালে নজরুল একাডেমি বড়লেখার ১৪ বছরপূর্তি ও বর্ষবরণ উপলক্ষে একাডেমির উদ্যোগে বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা থেকে পৌরশহরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে বালিকা উচ্চ বিদ্যালয়ের নজরুল একাডেমি মঞ্চে গিয়ে শেষ হয়। এরপর সেখানে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা।

অতিথিদের প্রথমে বড়লেখা নজরুল একাডেমির ১৪ বছরপূর্তি ও বর্ষবরণ উৎসবের ব্যাজ পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠান শুরুর আগেই সংস্কৃতি প্রেমী মানুষের ঢল নামে নজরুল একাডেমি প্রাঙ্গণে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল একাডেমি বড়লেখার সভাপতি দিপক রঞ্জন নন্দী। একাডেমির উপদেষ্টা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

অন্যদের মাঝে বক্তব্য দেন নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী ও নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা।
স্বাগত বক্তব্য দেন একাডেমির উপদেষ্টা মসরুর আলম চৌধুরী।

এসময় সহকারী কমিশনার (ভূমি) শরীফ উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিনুল হক, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের সহকারী আইন কর্মকর্তা গোপাল দত্ত, বড়লেখা সরকারি কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসীম, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল আলম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, অর্থ সম্পাদক ছয়দুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু, আনসার ভিডিপি কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজ উদ্দিন, কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুন্নু, একাডেমির উপদেষ্টা জ্যেষ্ঠ সাংবাদিক লিটন শরীফ, উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, সাবেক কাউন্সিলর কায়ছার পারভেজ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছালেহ্ আহমদ জুয়েল, একাডেমির সাধারণ সম্পাদক মিলন দে, জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন আহমদ উপস্থিত ছিলেন প্রমুখ।

অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন, নবাগত নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনাকে সংবর্ধনা দেওয়া হয়।
আলোচনা সভা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনভর নজরুল একাডেমির শিল্পীরা গান, নৃত্য ও নাটক পরিবেশন করেন।

অন্যদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরশহরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল নয়টায় বড়লেখা পাথারিয়া ছোটলিখা মডেল উচ্চ বিদ্যালয় (পিসি) প্রাঙ্গণে সকাল ৯টায় উদীচী শিল্পি গোষ্ঠী ও শ্রুতিনন্দন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন প্রধান অতিথির বক্তব্য দেন। দিনভর সেখানেও নানা অনুষ্ঠান হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত