বড়লেখা প্রতিনিধি

১৫ এপ্রিল, ২০১৯ ১৮:৫৩

বড়লেখায় ঝড়ে গাছের ডাল পড়ে নিহত ১

মৌলভীবাজারের বড়লেখায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে নিমার আলী (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ মার্চ) সকালে নয়টায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের গৌরনগর গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত নিমার আলী ওই এলাকার মৃত জোয়াদ আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নিমার আলী বাড়ির উঠোনে ছিলেন। এসময় প্রচণ্ড ঝড় শুরু হলে ঘরের পাশে থাকা আম গাছের একটি বড় ডাল নিমার আলীর ওপর ভেঙে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। আহতাবস্থায় স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সোমবার দুপুরে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহম্মদ হোসেন বলেন, ‘ঝড়ে গাছের ডাল পড়ে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

এদিকে সোমবার (১৫ এপ্রিল) সকালে বড়লেখায় কালবৈশাখীর ঝড়ে ব্যাপক কয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে সড়কের গাছ পড়ে রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন গাছ কেটে সরিয়ে দিলে পুনরায় যানচলাচল স্বাভাবিক হয়। তবে তাৎক্ষণিক কালবৈশাখীর ঝড়ে কি পরিমাণ ক্ষতি হয়েছে তার বিস্তারিত জানা যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত