সিলেটটুডে ডেস্ক

১৬ এপ্রিল, ২০১৯ ০১:০৯

নানা আয়োজনে একদল ফিনিক্স’র বর্ষবরণ

"কায়মনে বাঙালি হবো, মানবতার দীক্ষা নিবো" এই স্লোগান নিয়ে ১৪ এপ্রিল রবিবার নগরীর নয়াসড়কস্থ কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান 'আবর্তনে সৃজনে বৈশাখ-১৪২৬' শীর্ষক বাংলা বর্ষবরণ অনুষ্ঠান  উৎযাপন করলো তারুণ্য নির্ভর নাট্য সংগঠন একদল ফিনিক্স।

সকাল সাড়ে সাতটা বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নেয় তারা।অনুষ্টানটি উদ্বোধন করেন একুশে প্রদকপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী সুষমা দাস। প্রধান অতিথি হিসেবে ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর আতফুল হাই শিবলী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাবেক সাধারণ সম্পাদক ও একদল ফিনিক্সের উপদেষ্টা শামসুল বাসিত শেরো, সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত, চলচ্চিত্র প্রযোজক ও একদল ফিনিক্সের উপদেষ্টা সেলীনা চৌধুরী, ফকির মেলার সভাপতি উস্তার মিয়া, কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির  সভাপতি ফয়জুল আনোয়ার, প্রধান শিক্ষক গৌরা ঘোষ।

এছাড়াও দিনের বিভিন্ন সময়ে শুভেচ্ছা বিনিময় করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু সহ রাজনৈতিক, সাংস্কৃতিক দলের প্রতিনিধিরা।

থিয়েটার একদল ফিনিক্সের কবিতা, নৃত্য,একক এবং দলীয় গানের পাশাপাশি অনুষ্ঠানে আরোও পরিবেশনা করেন অন্বেষা শিল্পীগোষ্ঠী, তারুন্য, সাংস্কৃতিক ইউনিয়ন, নৃত্যাঞ্জলী, থিয়েটার মুরারিচাঁদ, উদীচী লাক্কাতুরা, অনির্বান শিল্পী সংগঠন, সুরনিকেতন, প্রথম আলো বন্ধুসভা, সাদাকাক, সিলেট আর্ট এন্ড কালচার ইন্সটিটিউট, দিপ্তর্ষী ও ঢাকার জনপ্রিয় গানের দল মেঠোপথ।  

অনুষ্ঠান শেষে ফিনিক্সের সকল সদস্যদের নিয়ে কেক কেটে প্রথম বর্ষপূর্তি এবং "আবর্তনে সৃজনে বৈশাখ-১৪২৬" অনুষ্টানটির সমাপ্তি ঘোষনা করেন থিয়েটার একদল ফিনিক্সের সভাপতি আবু বকর আল আমিন।  

আপনার মন্তব্য

আলোচিত