ছাতক প্রতিনিধি

১৯ এপ্রিল, ২০১৯ ১৩:২৯

ছাতকে হামলায় দুই ভাই আহত

সুনামগঞ্জের ছাতকে মিলাদ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন দুই ভাই।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার চরমহল্লা ইউনিয়নের হাসারুচর গ্রামে ইউপি সদস্য নুরুজ্জামানানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন হাসারুচর গ্রামের মৃত আমীর হোসেনের পুত্র সোয়েব আহমদ ও এমরান আহমদ।

আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, শবে বরাত উপলক্ষে স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামানের বাড়িতে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন এ দুই সহোদর। এসময় পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র নিয়ে এলোপাথাড়ি হামলা চালায় একই গ্রামের আব্দুল মান্নান, তার ভাই আব্দুল হান্নান, আব্দুল মান্নানের পুত্র শাহীন আলম, বদরুল আলম, জাহাঙ্গীর আলম ও আলমগীর আলমসহ তাদের সঙ্গীরা।

আহতদের চিৎকার শুনে মিলাদ মাহফিলে যোগ দেয়া লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত দুই সহোদরকে স্থানীয়রা উদ্ধার করে ছাতকের কৈতক হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে আহত সোয়েব আহমদকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় ছাতক থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতদের বড় ভাই মাহবুব আহমেদ।

তিনি জানান, হামলাকারী আব্দুল মন্নান পূর্বে একটি হত্যা মামলার আসামী ছিলেন। এ পরিবারের কার্যকলাপে পুরো গ্রামের মানুষ অতিষ্ঠ।

এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। তিনি বলেন, অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত