সোশ্যাল মিডিয়া ডেস্ক

২৬ এপ্রিল, ২০১৯ ০১:৫৮

কৃষকেরা ধানের নায্যমূল্য না পেলে ব্যবস্থা নেয়া হবে

সম্প্রতি সুনামগঞ্জের হাওর এলাকায় একটি অনুষ্ঠানে সাংসদ শামীমা শাহারিয়ার (ফাইল ছবি)

সুনামগঞ্জের হাওরগুলোতে এখন চলছে ধান কাটার ধুম। এবার লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে বোরো চাষ হয়েছে। প্রকৃতি অনুকুলে থাকায় ফলনও হয়েছে ভালো। প্রায় ১০ লক্ষ মেট্রিন টন ধান উৎপাদনের আশা কৃষি অধিদপ্তরের।

তবে উৎপাদনে খুশি হলেও দাম নিয়ে হতাশ হাওরের কৃষকরা। ধানের নায্যমূল্য পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের।

তবে এনিয়ে কৃষকদের আশ্বস্থ করেছেন স্থানীয় নারী সাংসদ শামীমা শাহারিয়ার। ২৬ টাকা দরেই সরকার ধান কিনবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সংসদে তাঁর প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এই আশ্বাস দেন বলে জানান শামীমা শাহারিয়ার।

সংসদ অধিবেশনের পর ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়ে শামীমা শাহারিয়ার লিখেন-

মাননীয় খাদ্যমন্ত্রী মহোদয় জানিয়েছেন, ২৬ টাকা কেজি দরেই ধান কিনা হবে। যদি প্রকৃত কৃষকেরা মূল্য না পায় এবং ব্যতিক্রম কিছু ঘটে তবে ব্যবস্থা নেয়া হবে।

মহান জাতীয় সংসদে আজ প্রথম সম্পুরক প্রশ্ন করার সুযোগ পেয়েছিলাম।

মাননীয় খাদ্য মন্ত্রী মহোদয়কে সম্পুরক প্রশ্ন করেছিলাম, সুনামগঞ্জে হাওর এলাকায় ধান কাটা শুরু হয়েছে। কৃষকেরা তাদের স্বপ্নের ধান কাটছে।

মাঠ পর্যায়ে প্রকৃত কৃষকেরা ধানের নায্যমূল্য পাবেন কিনা? এই ব্যাপারে আপনি কি কি ব্যবস্থা নিয়েছেন? বলবেন কি?

আমার প্রশ্নের উত্তরে তিনি এই উত্তর দিয়েছেন। আশা করি এই ব্যাপারে সবাই সজাগ থাকবো।

জয় বাংলা।

আপনার মন্তব্য

আলোচিত