হবিগঞ্জ প্রতিনিধি

১৪ মে, ২০১৯ ০১:০৬

হবিগঞ্জে পাচারকালে পিকআপ ভর্তি সরকারি চাল উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাটে পাচারকালে পিকআপ ভর্তি প্রায় ৩ মেট্রিকটন সরকারি বিজিডির চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১৩ মে) বিকেলে অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল এগুলো জব্দ করেন।

জানা যায়, উপজেলার ৯নং রাণীগাঁও ইউনিয়ন থেকে সরকারি বিজিডির চাল পাচার করে কালেঙ্গায় নিয়ে যাচ্ছিল একদল পাচারকারি। গোপন সুত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল। এসময় একটি পিকআপ ভর্তি প্রায় ৩ মেট্রিকটন সরকারি বিজিডির চাল জব্দ করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে এগুলো উপজেলা খাদ্য গোদামে রাখা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল বলেন, এ ঘটনার তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা আক্তারকে।

এ ব্যাপারে জানতে ৯ নং রাণীগাঁও ইউপি চেয়ারম্যানের আব্দুল মুমিন চৌধুরী ফারুকের সাথা বারবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত