ছাতক প্রতিনিধি

১৪ মে, ২০১৯ ১৫:৩৮

ছাতকে উপজেলা পরিষদের সমন্বয় সভা

সুনামগঞ্জের ছাতকে ৫ম উপজেলা পরিষদ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মে) বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাচনের পর নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের নিয়ে এটিই সমন্বয় কমিটির প্রথম সভা।

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারীর পরিচালনায় অনুষ্ঠিত সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আওলাদ হোসেন মাস্টার, আব্দুল মছব্বির, অদুদ আলম, দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, আব্দুল হেকিম, আখলাকুর রহমান, সাইফুল ইসলাম, শায়েস্তা মিয়া, আবুল হাসনাত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হক, মোফাজ্জল হোসেন, আব্দুল হামিদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

সমন্বয় সভা শেষে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলেও প্রধান অতিথি ছিলেন মুহিবুর রহমান মানিক এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট রাজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুদ করিম সিদ্দিকী, কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খাঁন, উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া, ওসি মোস্তফা কামাল, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, সাবেক চেয়ারম্যান গিয়াস মিয়া, এডভোকেট আশিক আলী, সাবেক চেয়ারম্যান কদর মিয়া, আফজাল আবেদীন আবুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন টি মিয়া, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, হাজী নিজাম উদ্দিন বুলি, ইমাম মাওলানা নুরুল হক, আওয়ামী লীগ নেতা চাঁন মিয়া চৌধুরী, মোজাহিদ আলী, সিরাজুল হক, আব্দুল মন্নান, মোশাহিদ আলী, ফজর আলী, আছকির আলী, খালেদ হাসান, আফতাব উদ্দিন, আব্দুল আউয়াল, গিয়াস উদ্দিন, নাসির উদ্দিন মাস্টার, পীর মোহাম্মদ আলী মিলন, আরশ আলী, হাজী আব্দুল করিম, ছাব্বির হোসেন, আজিজুর রহমান, আব্দুস সামাদ, আব্দুস সুবহান, এম রশিদ আহমদ, ফারুক আহমদ সরকুম, মুজিব মালদার, বিমান ঘোষ, আব্দুশ শহিদ, মাফিজ আলী, নাজমুল হোসেন, মুহিবুর রহমান তালুকদার টুনু, আবু হানিফা সায়মন, মঞ্জুর আলম, জাহিদ হাসান ডালিম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজামুল হক রিপন, যুগ্ম মাহবুব আলম, শিপলু আহমদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান, সদস্য, সাংবাদিক, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত