বড়লেখা প্রতিনিধি

১৪ মে, ২০১৯ ২০:৪২

পচা-বাসি খাবার: বড়লেখায় ৩ মিষ্টির দোকানকে জরিমানা

পচা-বাসি মিষ্টি এবং মেয়াদ উত্তীর্ণ ও মোড়ক ছাড়া পণ্য বিক্রির দায়ে মৌলভীবাজারের বড়লেখায় তিনটি মিষ্টির দোকানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ মে) উপজেলার দাসের বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই আদালত পরিচালনা করা হয়েছে।

আদালত পরিচালনা করেন বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম (ম্যাজিস্ট্রেট) মো. শরীফ উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে বিকাল চারটা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে দাসের বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তিনটি মিষ্টির দোকানে পচা ও বাসি মিষ্টি বিক্রি করতে দেখা গেছে।

এছাড়া দোকানগুলোতে বিক্রির জন্য মেয়াদ উত্তীর্ণ ও মোড়ক ছাড়া বিভিন্ন পণ্য রাখা হয়েছে। এই অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দাসের বাজারের বিজিত পালের মিষ্টির দোকানকে ১০ হাজার টাকা, রান্টু বিশ্বাসের মিষ্টির দোকানকে ৪০ হাজার টাকা এবং নিশিকান্ত দাসের মিষ্টির দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

অন্যদিকে আদালত দাসের বাজারের রাস্তার পাশে স্থাপিত অবৈধ দোকানসমূহ দুই দিনের মধ্যে সরিয়ে নিতে দোকান মালিকদের নির্দেশ দিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত