নিজস্ব প্রতিবেদক

১৬ মে, ২০১৯ ১৫:৫৭

আবু সিনা ছাত্রাবাস নিয়ে নাগরিক উদ্বেগ শীর্ষক সেমিনার শুক্রবার

বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার উদ্যোগে 'সিলেটের বিপন্ন স্থাপত্য ঐতিহ্য ও আবু সিনা ছাত্রাবাস ভবন: নাগরিক উদ্বেগ' শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৭ মে) বিকাল ৩টায় সিলেট নগরীর মুসলিম সাহিত্য সংসদের শহীদ শামসুদ্দিন হলে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বাপার সহসভাপতি সুলতানা কামালের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণতন্ত্রী পাটির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, জালালাবাদ এ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আব্দুল মুবিন, বাংলাদেশ হেরিটেজ সোসাইটির সভাপতি সোহেল আহমদ চৌধুরী, বাংলাদেশ স্থপতি ইনিস্টিটিউট সিলেট শাখার সভাপতি স্থপতি সৈয়দা জেরিনা হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামিল এবং মূল বক্তব্য উপস্থাপন করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক কৌশিক সাহা।

এছাড়া এতে আয়োজক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, পরিবেশবিদ, প্রত্নতত্ত্ববিদ, লেখক-গবেষক, শিক্ষক, পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন।

আপনার মন্তব্য

আলোচিত