সিলেটটুডে ডেস্ক

১৭ মে, ২০১৯ ০০:৪৯

সিলেটে ২ টাকায় মিলছে ইফতার

পবিত্র রমজান মাস উপলক্ষে সিলেটের স্বেচ্ছাসেবী সংগঠন ‘দ্য হেল্পিং উইং’ এর পাঁচ দিনব্যাপী আয়োজন ‘২ টাকায় ইফতার’ কার্যক্রমের চতুর্থ দিন সম্পন্ন হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ রমজান) বিকেল ৫ টায় নগরীর শাহী ঈদগাহ পয়েন্টে চতুর্থ দিনের মতো ২ টাকায় ইফতার বিতরণ কার্যক্রম শুরু করে ‘দ্য হেল্পিং উইং’।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট মো. রাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজকদের সাথে একাত্মতা পোষণ করেন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা রেজাউল হাসান কয়েস লোদী।

উপস্থিত ছিলেন- সিলেট ভয়েসের প্রকাশক ও ‘দ্য হেল্পিং উইং’ এর উপদেষ্টা সেলিনা চৌধুরী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আমিনুর রহমান পাপ্পু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন- দ্য হ্যাল্পিং উইং এর চেয়ারম্যান রবিউল হাসান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক গালিব হোসেন চৌধুরী, কার্যনির্বাহী কমিটির নাদের আহমেদ চৌধুরী, মো. বাদশা মিয়া, নাফিস শামস্ তিয়াস, মুনা, সিদ্দিকা, তামিম, সিহান, তানভীর, খালেদ, রনিসহ অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান- চতুর্থ দিন অন্তত সাড়ে ৫ শ’ দরিদ্র ও অসহায়দের মধ্যে ২ টাকার বিনিময়ে ইফতার সামগ্রী তুলে দিয়েছেন তারা। এবং শুক্রবার শেষ দিনে রয়েছে আরো বড় আয়োজন। যেখানে থাকবে অন্তত হাজার জনের ইফতার।

তারা জানান- পবিত্র রমজানে ১৩ মে (সোমবার) থেকে ১৭ মে (শুক্রবার) নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নিম্নবিত্তদের জন্য তাদের এই আয়োজন। ১০ রমজান (বৃহস্পতিবার) শাহী ঈদগাহ এলাকায় আয়োজনের পর ১১ রমজান (শুক্রবার) নয়াসড়ক এলাকায় অনুষ্ঠিত হবে তাদের ২ টাকায় ইফতার বিতরণের শেষ দিনের কার্যক্রম।

আপনার মন্তব্য

আলোচিত