ছাতক প্রতিনিধি

২০ মে, ২০১৯ ২২:৩২

ছাতকে নোংরা পরিবেশে খাদ্য তৈরি, জরিমানা

সুনামগঞ্জের ছাতকে ভ্রমমাণ আদালতের অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করে দেয়া হয়েছে।

সোমবার (২০ মে) দুপুরে শহরের হোটেল-রেস্তোরা ও পোল্ট্রি দোকানে ভ্রমমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল।

অভিযানে ভাই-ভাই রেস্টুরেন্ট, আতিক তন্দুরি ও প্রীতিরাজ হোটেল থেকে ৫ হাজার করে ১৫ হাজার এবং ৪টি পোল্ট্রি মোরগের দোকান থেকে আরো ৯ হাজার টাকা জরিমানা আদার করা হয়।

নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশন করার অপরাধে হোটেল-রেস্তোরাকে এবং অতিরিক্ত মূল্যে মোরগ বিক্রি করার অপরাধে পোল্ট্রি দোকানকে এসব জরিমানা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত