হবিগঞ্জ প্রতিনিধি

০৪ জুন, ২০১৯ ১৬:১০

হবিগঞ্জে কখন কোথায় ঈদের জামাত

আজ মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার ( ০৫ জুন) পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। আর যদি আজ চাঁদ দেখা না যায় তাহলে বৃহস্পতিবার (০৬ জুন) পালিত হয়ে মুসলমানদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ।

ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

ঈদের মূল ধর্মীয় কার্যক্রমের মধ্যে প্রধান হচ্ছে ঈদের নামাজ। হবিগঞ্জের বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে হবিগঞ্জ শহরের বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে হবিগঞ্জ শাহী ঈদগাহ ময়দানে।

দুটি পর্বে এ জামাত অনুষ্ঠিত হবে। ১ম জামাত হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন কোর্ট মসজিদের খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। ২য় জামাত সকাল ৯ টায়। এতে ইমামতি করবেন কাজী মাওলানা নজমুল হোসাইন।

এছাড়া, শহরের সওদাগর জামে মসজিদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। ইমামতি করবেন মসজিদের খতিব মাওলানা সৈয়দ আজহার আহমাদ। হবিগঞ্জ টাউন মসজিদে (চাঁন মিয়া মসজিদ) সকাল সাড়ে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা নাছির উদ্দিন আখঞ্জি। শহরের চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা আব্দুল মজিদ পিরোজপুরী।

অপরদিকে, জামেয়া ইসলামীয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদ্রাসা, রাজনগর জামে মসজিদ, পিটিআই জামে মসজিদ ও গরুর বাজার নুরানী মসজিদে স্ব-স্ব কমিটির নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আবহাওয়া পরিস্থিতি খারাপ হলে শহরের কোর্ট মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের বিকল্প জামাতের প্রস্তুতি নেয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত