নিজস্ব প্রতিবেদক

১২ জুন, ২০১৯ ১৭:৩৪

গরমের তীব্রতা থাকবে আজও

বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল। তাই এসময় গরমের তীব্রতা থাকে বেশি। জ্যৈষ্ঠ শেষ হতে আরো দুদিন বাকী। আর জ্যৈষ্ঠের শেষ দিকে এসে বেড়েছে গরমের তীব্রতা। দুদিনের গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে সিলেটবাসীর। ঘরে বাইরে সব জায়গায়ই অসহ্য গরম। আজ গরমের তীব্রতা আরো বেড়েছে। সূর্যের তাপ যেন কমতেই চাইছে না। গরমের এই তীব্রতা কাল পর্যন্ত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি। এই তাপমাত্রা বৃহস্পতিবার পর্যন্ত থাকবে। তবে শুক্রবার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা যায়।

সিলেট আবহাওয়া অফিসের পরিচালক আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী সিলেট টুডে টুয়েন্টিফোরকে বলেন, বৃহস্পতিবার পর্যন্ত এই তাপমাত্রা থাকবে। তবে আজকের চেয়ে তাপমাত্রা কিছুটা কম হতে পারে। তবে শুক্রবার থেকে পর পর কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত