সিলেটটুডে ডেস্ক

১৩ জুন, ২০১৯ ১৮:১৩

‘দুধ পানের অভ্যাস গড়ি, পুষ্টি চাহিদা পূরণ করি’

সিলেটে ‘বিশ্ব দুগ্ধ দিবস ২০১৯’ পালিত

দুধ পানের অভ্যাস গড়ি, পুষ্টি চাহিদা পূরণ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে বিশ্ব দুগ্ধ দিবস ২০১৯ পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা ও বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর ও সিলেট ডেইরি ফার্মারস এসোসিয়েশনের যৌথ আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আলোচনা সভা ও বিনামূল্যে দুগ্ধপান কর্মসূচি পালন করা হয়।  

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মতিয়ার রহমান হাওলাদার।

সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপপরিচালক মো. আবুল কাশেম এর সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডা. জুনায়েদ কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিকৃবি'র ভেটেরিনারি, এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. এটিএম মাহবুব ই এলাহী, সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিয়ার রহমান, সিলেট ডেইরি ফার্মারস এসোসিয়েশনের সদস্য সচিব মোতাহের হোসেন সোহেল। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিকৃবি'র প্রাণিপুষ্টি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন।

আলোচনা সভা শেষে দুপুর ২ টায় খাদিমনগরে অবস্থিত সামাজিক প্রতিবন্ধি মেয়েদের প্রশিক্ষণ ও পূনর্বাসন কেন্দ্র এবং রায়নগরে অবস্থিত জামেয়া দারুল উলুম মাদ্রাসার এতিম শিশুদের মধ্যে সিলেট ডেইরি ফার্মারস এসোসিয়েশনের পক্ষ থেকে বিনামূল্যে দুগ্ধপান কর্মসূচি পালন করা হয়।


আপনার মন্তব্য

আলোচিত