নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০১৯ ১৮:১৪

সিলেটের আকাশে রঙধনু, রাতে বৃষ্টির সম্ভাবনা

সিলেটের আকাশে রঙধনু। বৃহস্পিতবার বিকেলে সিলেটের বন্দরবাজার এলাকা থেকে ছবিটি তোলা

ক'দিন ধরেই গরমে হাপিত্যশ অবস্থা নগরবাসীর। গত তিন দিন ধরে সিলেটে তাপমাত্রা ৩৬ ছাড়াচ্ছে। বৃষ্টির জন্য বিখ্যাত এই শহরে দেখা নেই বৃষ্টির। এমন আবহাওয়ায় নগরজীবনে যখন ত্রাহিত্রাহি অবস্থা, তখন সুখবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ (বৃহস্পতিবার) রাত থেকে সিলেটে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী। বৃষ্টির আসার আগেই সিলেটের আকাশে দেখা মিলেছে রঙধনুর। সাধারণত বৃষ্টির পর ঝলমলে রোদ উঠলে আকাশে রঙধনু দেখা যায়। তবে বৃহস্পতিবার বিকেলে বৃষ্টি ছাড়াই সিলেটে দেখা মিলেছে রঙধনুর। তবকে বৃষ্টির গর্জন শুরু হয়ে গেছে বিকেল থেকেই। নিয়ম পাল্টে, এবার বৃষ্টির আগেই বুঝি দেখা দিলো রঙধনু।

রঙধনু আসলে কী সে সম্পর্কে বিজ্ঞানীরা বলেন, যখন পৃথিবীর আবহাওয়া মণ্ডলে পানি বা জলবিন্দু পড়ে তখন বিভিন্ন রঙ আমাদের চোখে এসে ধরা পড়ে। এই রঙগুলোকেই আমরা রঙধনু হিসেবে দেখি।

রঙগুলো আকাশে ধনুকের মতো বাঁকা হয়ে থাকে বলেই আমরা একে রঙধনু বলি। তবে আকাশে সবসময়ই রংধনু দেখা যায় না। আমাদের দেশে সাধারণত বৃষ্টির পরেই বেশির ভাগ সময় রঙধনু দেখা যায়। কারণ তখন আকাশে পানির বিন্দুর এক প্রতিচ্ছবি তৈরি হয়। মেঘের জলকণা যখন চিকচিক করে তখন সে জলকণাতেই রঙধনু তৈরি করে। আকাশে জলকণার উপর সুর্যের আলো পড়লেই রঙধনু সৃষ্টি হয়।

আপনার মন্তব্য

আলোচিত