জৈন্তাপুর প্রতিনিধি

১৬ জুন, ২০১৯ ১৫:৫২

জৈন্তাপুরে কলেজছাত্রীর উপর স্প্রে নিক্ষেপ, আটক ১

সিলেটের জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের ছাত্রীর ওপর স্প্রে নিক্ষেপ করেছে তারই এক সহপাঠী ছেলে।

রোববার (১৬ জুন) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের ক্যাম্পাসে (ভোকেশনাল শাখার) নবম শ্রেণির ছাত্রীর ওই 'বখাটে ছাত্র' স্প্রে নিক্ষেপ করে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই ছাত্রী অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে। সহপাঠীরা বিষয়টি শিক্ষকদের জানালে তাকে উদ্ধার করে দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়। বর্তমানে কলেজছাত্রী জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

শিক্ষকরা ওই ছাত্রকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র এএসপি কানাইঘাট সার্কেল মো. আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার ওসি খান মো. মাইনুল জাকির, এসআই ইন্দ্রনীল ভট্টাচার্য।

এ বিষয়ে জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি ফারুক আহমদ বলেন, ঘটনার পরপর আহত ছাত্রীকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসার ব্যয়ভার কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করেছে ও ছাত্রকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি এ ঘটনার নিন্দা জানান এবং আইনের মাধ্যমে যথাযথ শাস্তি দাবি করেন।

জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের অধ্যক্ষ রুহীনি রঞ্জন পাল বলেন, এ ঘটনায় ছাত্রকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আহত ছাত্রীর সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছি।

জৈন্তাপুর মডেল থানার ওসি খান মো. মাইনুল জাকির বলেন, সংবাদ পেয়েই স্প্রে নিক্ষেপকারী ছাত্রকে কলেজ ক্যাম্পাস থেকে আটক করি এবং জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে ছাত্রীর অবস্থা খবর নিয়েছি। পরিবারের পক্ষ হতে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

আপনার মন্তব্য

আলোচিত