বড়লেখা প্রতিনিধি

১৬ জুন, ২০১৯ ১৬:২৩

বড়লেখায় ১৯ নারীকে ছাগল ও ভেড়া প্রদান

মৌলভীবাজারের বড়লেখায় গঙ্গারজল গ্রামের ১৯ জন নারীকে দুটি করে ছাগল ও ভেড়া প্রদান হয়েছে।

রোববার (১৬ জুন) সকালে প্রধান অতিথি হিসেবে এসব নারীদের হাতে ছাগল ও ভেড়া তুলে দেন বড়লেখা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজ উদ্দিন।

অতিদরিদ্র পরিবারের মা ও শিশুর পুষ্টি নিশ্চিতের লক্ষ্যে বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) সূচনা প্রকল্পের উপকারভোগী নারীদের এসব ছাগল ও ভেড়া দেওয়া হয়।

এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন। এতে ইউনিয়ন সমন্বয়কারী সফিউল্লার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজ উদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) সূচনা প্রকল্পের উপজেলা প্রকল্প সমন্বয়কারী সৈয়দ সামাদ, কারিগরি কর্মকর্তা মতিউর রহমান, উপকারভোগী খালেদা বেগম, তাছলিমা বেগম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত