কমলগঞ্জ প্রতিনিধি

১৯ জুন, ২০১৯ ১৬:৩২

কমলগঞ্জে ডোবায় পড়ে শিশুর মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে বসতঘরের পেছনের ডোবার পানিতে পড়ে সিহাব মিয়া (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে কমলগঞ্জ পৌরসভার উজিরপুর গ্রামের দুরুদ মিয়ার ছেলে।

বুধবার (১৯ জুন) সকাল সাড়ে ১১টায় এ ঘটনাটি ঘটে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, কমলগঞ্জ পৌরসভার উজিরপুর গ্রামের দুরুদ মিয়ার ছেলে সিহাব মিয়া (২) বাড়ির সকলের অজান্তে বাড়ির পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা ডোবা থেকে শিশু সিহাবকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মৃনাল কান্তি সিংহ তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই পরিবারে চলছে শোকের মাতম। একমাত্র পুত্রকে হারিয়ে নিহত শিশুর মা বারবার মুর্ছা যাচ্ছেন।

কমলগঞ্জ পৌরসভার ৬নং ওর্য়াডের কাউন্সিলর মো. রফিকুল ইসলাম রোহেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত