নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০১৯ ১৭:৫৬

সিলেট নগরের প্রবেশমূখে স্থাপন হচ্ছে ডিজিটাল এলইডি ডিসপ্লে

প্রচার করবে আবহাওয়ার খবরাখবর

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, পর্যটন নগরী সিলেটের প্রবেশমূখসহ বিভিন্ন এলাকায় নগরের আবহাওয়া, তাপমাত্রা সম্বলিত ডিজিটাল এলইডি ডিসপ্লের মাধ্যমে পর্যটকদের তথ্য জানানোর ব্যবস্থা করছে সিটি কর্পোরেশন। ইতিমধ্যে নগরীর শাহজালাল ব্রিজ সংলগ্ন এলাকা ও নগর ভবন এলাকায় দু’টি ডিজিটাল এলইডি ডিসপ্লে স্থাপণ করা হয়েছে। যার মাধ্যমে সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের উন্নয়ন, সমস্যা, সম্ভাবনাসহ নগরের তাপমাত্রার খবর প্রচার করা হবে।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ইসলামিক রিলিফ আয়োজিত দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক এক সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফের প্রকল্প সমন্ময়কারী রিয়াজ উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সেমিনারে মেয়র আরো বলেন, নগরীর দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করতে হলে সিটি কাউন্সিলরদের সহযোগীতা প্রয়োজন। তিনি বলেন, কাউন্সিলররাই প্রকৃত পক্ষে দরিদ্র জনগোষ্ঠীর কি কি সমস্যা আছে তা ভাল জানেন। একারনেই ইসলামী রিলিফের সদস্যদের সাথে কাউন্সিলরদের সমন্ময় প্রয়োজন।

সেমিনার থেকে ইসলামী রিলিফের কর্মকর্তাদের সাথে সমন্ময় ও তাদের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে ৭জন কাউন্সিলরদের দিয়ে একটি কমিটি গঠন করে দেন মেয়র। কমিটির সদস্যরা হলেন, কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লৌদী, রাশেদ আহমদ, আব্দুল মুহিত জাবেদ, সোহেল আহমদ রিপন, এসএম সওকত আমীন তৌহিদ, মহিলা কাউন্সিলর শাহানারা বেগম ও কুলসুমা বেগম পপি।

সেমিনারে সিসিকের কাউন্সিলর ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ছাড়াও ইসলামী রিলিফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন। তারা আগামী পাঁচ বছরে বাংলাদেশের দরিদ্রদের কল্যাণে প্রায় আড়াইশ’ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে বলে জানায়।

সেমিনারে সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লৌদী, এসএম সওকত আমীন তৌহিদ, ইসলামী রিলিফ সিলেটের ইনচার্জ জাহিদ হোসেন, সিলেটের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, ‘ইসলামিক রিলিফ’ ১৯৯১ সালে এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধন পেয়ে সিলেটসহ বাংলাদেশের ১৬টি জেলায় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।

আপনার মন্তব্য

আলোচিত