কুলাউড়া প্রতিনিধি

২৪ জুন, ২০১৯ ১১:৫৩

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনার উদ্ধার কাজে বিজিবি

মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট থেকে ঢাকাগামী ট্রেন দুর্ঘটনার পর উদ্ধার কাজে বিজিবি মোতায়েন করা হয়েছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে উদ্ধার কাজে বিজিবিকে নামানো হয়েছে।

মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে তিন নারীসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

এর আগে রাত সাড়ে ১১টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় রেলপথের একটি কালভার্ট ভেঙে উপবন এক্সপ্রেসের কয়েকটি বগি খালে পড়ে যায়।

সিলেট আখাউড়া রেলপথের শমশেরনগর স্টেশন সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে ঢাকগামী রেল আন্তনগর উপবন এক্সপ্রেস বরমচাল স্টেশন অতিক্রম করে কুলাউড়া আসার পথে রেলপথের একটি কালভার্ট ভেঙে পেছনের কয়েকটি যাত্রীবাহী বগি খালে পড়ে যায়। ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

দুর্ঘটনার পরপরই এলাকার কয়েক হাজার মানুষ উদ্ধার কাজে শামিল হয়। তারা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গেই উদ্ধারে নামে।

জেলা প্রশাসন সূত্র জানায়, উদ্ধার কাজ জোরদার করতেই মূলত বিজিবি নামানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত