কমলগঞ্জ প্রতিনিধি

২৫ জুন, ২০১৯ ২১:১০

কমলগঞ্জে বৈদ্যুতিক মিটারে দুষ্কৃতিকারীদের আগুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামে দুষ্কৃতিকারীদের দেওয়া আগুনে অল্পের জন্য দেবব্রত দাসের জানমাল ও বসতঘর রক্ষা পেয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সোমবার রাত ২টার দিকে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা অভিযোগ করেন, দুষ্কৃতিকারী চক্র প্রথম দফা ১৭ জুন রাতে দেবব্রতের বাড়ির খড়ের স্তূপে আগুন দেয়। দ্বিতীয় দফা ২২ জুন ভোর রাতে ঘরের একটি বৈদ্যুতিক লাইনের মিটারে পলিথিনের মাধ্যমে আগুন ধরিয়ে দেয়। সর্বশেষ সোমবার দিবাগত রাতে বসতঘরের পাশে গবাদি পশুর খাবারের খড়ের ঘরে ও বসতঘরের বৈদ্যুতিক মিটারে আগুন ধরিয়ে দেয়।

দেবব্রত দাস জানান, ঘুমের মধ্যে হঠাৎ বিকট শব্দ শুনে উঠে আগুন দেখে হাল্লা-চিৎকার দিলে পার্শ্ববর্তী ঘরের লোকজন এগিয়ে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অল্পের জন্য বসতঘর ও ঘরে বসবাসরত নারী ও শিশুরা রক্ষা পায়।

বিষয়টি পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করেছেন বলে তিনি জানান।

তিনি আরও বলেন, দুষ্কৃতিকারী দল এ নিয়ে তৃতীয়বারের মতো এ ধরণের ঘটনা ঘটায়।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়া বলেন, দুষ্কৃতিকারী চক্র তৃতীয়বারের মতো এ ঘটনা ঘটিয়েছে।

শমশেরনগর ফাঁড়ির এসআই আনজির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল তদন্ত করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত