নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০১৯ ২১:৫৪

সিলেটে বৈধ হলো ২ লাখ ৩১ হাজার ভরি অবৈধ স্বর্ণ

সিলেটে বৈধ করা হলো ২ লাখ ৩১ হাজার ভরি অপ্রদর্শিত স্বর্ণ। সিলেটে আয়োজিত স্বর্ণ মেলায় ১২৮ জন ব্যবসায়ী নিজেদের অপ্রদর্শিত এসব স্বর্ণ কর প্রদান করে বৈধ করেন। কর বাবদ ব্যবসায়ীদের কাছ থেকে ২ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা আদায় করে রাজস্ব বিভাগ।

নগরীর একটি হোটেলে আয়োজিত এ মেলা মঙ্গলবার সন্ধ্যায় শেষ হয়। সোমবার মেলা শুরু হয়েছিলো।

সিলেট কর অঞ্চলের উপ কর কমিশনার কাজল সিংহ এ তথ্য নিশ্চিত করে বলেন, মেলা প্রাঙ্গনে বসানো ব্যাংকের বুথে ব্যবসায়ীরা অপ্রদর্শিত স্বর্ণের বিপরীতে ট্যাক্স দিয়েছেন। মেলায় জুয়েলারী প্রস্তুককারী কোম্পানী, স্বর্ণ ব্যবসায়ী, ও উৎপাদনকারী মিলিয়ে মোট ১২৮ জন অপ্রদর্শিত স্বর্ণ ট্যাক্স প্রদানের মাধ্যমে বৈধ করেন বলে জানান তিনি।

সিলেট জুয়েলারী সমিতির অধীনে ২৪৭ জন স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন. বলেন জানান সংশ্লিষ্টরা।

সিলেটের কর কমিশনার রনজীত কুমার সাহা বলেন, সরকার ব্যবসায়ীদের অপ্রদর্শিত স্বর্ণ সাদা করার সুযোগ দিয়েছেন। মেলা শেষ হলেও ৩০ জুন পর্যন্ত অপ্রদর্শিত স্বর্ণের বিপরীতে আয়কর ও ভ্যাট প্রদান করে স্বর্ণ বৈধ করা যাবে। তবে এরপর তা কোনোভাবেই সুযোগ দেওয়া হবে না।

সোমবার দুপুরে ল দু’দিন ব্যাপী এ  স্বর্ণ মেলার উদ্বোধন করেছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মুসক নিরীক্ষা ও গোয়েন্দা) সৈয়দ গোলাম কিবরিয়া।

এদিকে, মেলার দু' দিনেই অপ্রদর্শিত স্বর্ণের উপর ব্যবসায়ীদের কর দিতে ভীড় করতে দেখা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত