সুনামগঞ্জ প্রতিনিধি

২৬ জুন, ২০১৯ ১৪:৫১

জগন্নাথপুরে স্কুলছাত্রী অপহরণের ঘটনায় নারী আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরে সপ্তম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ মামলায় এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় গ্রেপ্তারকৃত নারী আসামির নাম দিলারা বেগম (৪৫)।

তিনি উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও পূর্বপাড়ার সামারিস আলীর স্ত্রী ও মামলার প্রধান আসামির মা।

সোমবার (২১ জুন) রাতে অপহরণের ঘটনায় থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) অপহরণ ও এক নারী আসামিকে গ্রেপ্তারের বিষয়টি মঙ্গলবার সন্ধ্যায় নিশ্চিত করেন।

অপহৃত স্কুলছাত্রীর পিতা সোমবার রাতে লিখিত অভিযোগের পর এটিকে নিয়মিত মামলা হিসাবে থানা পুলিশ এফআইআরভুক্ত করে।

উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও পূর্বপাড়ার সামারিস আলীর ছেলে জমির আলীসহ ৪ জনকে মামলায় আসামি করা হয়।

মামলার সূত্রে জানা যায়, লন্ডন প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও দক্ষিণপাড়ার সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ২২ জুন শনিবার রাতে একই গ্রামের পূর্বপাড়ার সামারিস আলীর ছেলে জমির আলী ও তার সহযোগীরা অপহরণ করে নিয়ে যায়।

জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাশ বলেন, পুলিশের কয়েকটি টিম অভিযানে রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে ভিকটিমকে উদ্ধার করা গেলে তাকে জিজ্ঞাসাবাদেই নিশ্চিত হওয়া যাবে মূলত ঘটনাটি অপহরণ না অন্য কিছু।

আপনার মন্তব্য

আলোচিত