দিরাই প্রতিনিধি

০১ জুলাই, ২০১৯ ১৬:১০

দিরাইয়ে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবি ও জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা প্রদানের দাবিতে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের দিরাইয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন।

সোমবার (১ জুলাই) পৌরসভা ভবন প্রাঙ্গণে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন দিরাই ইউনিট শাখার আয়োজনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকল প্রকার নাগরিক সুবিধা বন্ধ রেখে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

দিরাই ইউনিট শাখার সভাপতি আশীষ কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরব উদ্দিনের সঞ্চালনায় অবস্থান কর্মসূচি পালনকালীন সময়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, সিলেট বিভাগীয় কমিটির সহসাধারণ সম্পাদক এসএম মহিবুর রহমান, দিরাই ইউনিট শাখার উপদেষ্টা মলয় ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক প্রবীর মিত্র, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর রুবেল রেজা, কনজারভেনসি ইন্সপেক্টর আব্দুল মমিন, উচ্চমান সহকারী রাজীব রায় প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত