ছাতক প্রতিনিধি

০১ জুলাই, ২০১৯ ২১:২১

ছাতকে মুক্তিযোদ্ধা নুরুল আমিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সুনামগঞ্জের ছাতকের মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, দক্ষিণ খুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা নুরুল আমিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (৩০ জুলাই) রাত ১১ টায় চৌকা গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ৪ কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (১ জুলাই) বিকেল ৪ টায় চৌকা গ্রামের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। জানাজা পূর্ব আলোচনা সভায় নুরুল আমিনের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন, সংসদ সদস্য, মুহিবুর রহমান মানিক, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, জাতীয় পার্টি নেতা আ ন ম ওহিদ কণা মিয়া, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, বিলাল আহমদ, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা ফজলুর রহমান, মরহুমের পুত্র জাকারিয়া আমিন জিকু প্রমুখ।

জানাজার আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল ও কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে।

জানাজায় ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, জেলা আওয়ামী লীগ নেতা এড. রাজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সৈয়দ আহমদ, চান মিয়া চৌধুরী, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, মুরাদ হোসেন, আখলাকুর রহমান, আবুল হাসনাত, কাজি আনোয়ার মিয়া, সাবেক চেয়ারম্যান গিয়াস মিয়া, আরজক আলী, আলহাজ্ব নিজাম উদ্দিন, সুন্দর আলী, আব্দুল খালিক, নুরুল ইসলাম, ফজর উদ্দিন, আফজাল আবেদিন আবুল, জেলা পরিষদ সদস্য আব্দুস শহিদ মুহিত।

আওয়ামী লীগ নেতা মোশাহিদ আলী, আব্দুল খালিক, সিরাজুল হক, সাজ্জাদুর রহমান, আরশ আলী খান ভাসানী, এম রশিদ আহমদ, এড. আশিক আলী, এড, শামছুর রহমান, এড. সায়াদুর রহমান, এড, মাসুম আহমদ, এড, জমির উদ্দিন, এড, মনির উদ্দিন, এড. আলা উদ্দিন, আফতাব উদ্দিন, আব্দুল আউয়াল, ছাব্বির আহমদ, মাফিজ আলী, মাসুদ কামাল সুফি, মুজিব মালদার, আবুল হাসনাত, উবায়দুর রউফ বাবলু, মুহিবুর রহমান তালুকদার টুনু, আবু জাহিদ মোঃ আব্দুল গফফার. রেজা মিয়া তালুকদার, আবাব মিয়া তালুকদার সাজু, আবু হানিফা সায়মন, ইশতিয়াক আহমদ তানভীর, শিব্বির আহমদ, হাবিবুর রহমান, তাজাম্মুল হক রিপন, রিয়াদ আহমদ চৌধুরী, আব্দুল কাদির তালুকদার।

উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি , স্থানীয় লোকজন ও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত