হবিগঞ্জ প্রতিনিধি

০২ জুলাই, ২০১৯ ১৪:১৬

হবিগঞ্জে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বেতন-ভাতা প্রদানসহ বিভিন্ন দাবি

রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবি ও জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা প্রদানের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে হবিগঞ্জ জেলার ৬টি পৌরসভা।

মঙ্গলবার (২ জুলাই) হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

এছাড়াও একই দিন সকাল ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত সড়ক বাতি ও কনজারভেন্সি সেবাসহ অন্যান্য সকল দাপ্তরিক সেবা বন্ধ রাখার কর্মসূচিও পালন করছে এ পৌরসভাগুলো।

হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে পালিত অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মিজানুর রহমান মিজান, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, চুনারুঘাট পৌরসভার মেয়র মো. নাজিম উদ্দিন সামছু, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামছুল হুদা প্রমুখ।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী বিপিএসএর জেলা সভাপতি মো. ফয়েজ আহমেদ তার বক্তব্যে বলেন, রাষ্ট্রীয় কোষাগার হতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতাসহ পেনশনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে। তারা আগামী ১৪ জুলাইয়ে ঢাকায় আয়োজিত মহাসমাবেশ সফল করার আহবান জানান।

আপনার মন্তব্য

আলোচিত