জামালগঞ্জ প্রতিনিধি

০৪ জুলাই, ২০১৯ ১৪:২০

জামালগঞ্জে অটোরিকশার চাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর

সুনামগঞ্জের জামালগঞ্জ-কাঠইর সড়কের রূপাবালি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে মারা গেছে নাহিদা আক্তার ইমা নামের এক স্কুলছাত্রী।

বুধবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে বেপরোয়া রিকশাচালক তার ওপরে রিক্সাটি তুললে ঘটনাস্থলেই মারা যায় ইমা।

ইমা রূপাবালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। সে রূপাবালি গ্রামের সোহেল মিয়ার মেয়ে।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী চালককে গণপিটুনি দিয়ে জামালগঞ্জ থানায় সোপর্দ করেছেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় স্কুল ছুটি শেষে মায়ের সঙ্গে বাড়িতে আসছিল ইমা। এ সময় বিপরীত দিক থেকে ব্যাটারিচালিত অটোরিকশার চালক জিয়ানূর ইমাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রিকশাচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।

জামালগঞ্জ থানার এসআই রাজ্জাক বলেন, ঘটনাস্থলেই ব্যাটারিচালিত অবৈধ রিকশাচাপায় স্কুলছাত্রী মারা যায়। এলাকাবাসী চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য

আলোচিত