কুলাউড়া প্রতিনিধি

০৭ জুলাই, ২০১৯ ১৯:৩৪

এবার গরুর সাথে ধাক্কা লেগে কুলাউড়ায় আটকা পড়লো ট্রেন

মৌলভীবাজারের কুলাউড়ায় একের পর এক বিপত্তিতে বারবার আটকা পড়ছে ট্রেন। রোববার সন্ধ্যায় কুলাউড়ায় মনু স্টেশনে আটকা পড়ে ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস।

জানা যায়, রোববার সন্ধ্যা ৬ টায় কুলাউড়ার মনু রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেলপথ দিয়ে হেঁটে যাওয়া একটি গরুর সাথে ধাক্কা লাগে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসের। এতে ওই ট্রেনের ইঞ্জিনের ভ্যাকুয়াম পাইপ ছিঁড়ে যায়। ফলে মনু স্টেশন এলাকায় আটকা পড়ে ট্রেনটি।

সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পর ট্রেনটি মনু স্টেশন থেকে কুলাউড়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এতে প্রায় দেড় ঘন্টা বন্ধ থাকে ট্রেন যোগাযোগ। বিপাকে পড়েন ট্রেনটির যাত্রীরা।

কুলাউড়া রেলওয়ে ঊর্ধ্বতন সহকারি প্রকৌশলী (পথ) জুয়েল আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি এব্যাপারে কিছু জানেন না বলে জানান।

গত ২৩ জুন রাতে কুলাউড়ার বরমচালে সেতু থেকে খাদে ছিটকে পড়ে উপবন এক্সপ্রেস ট্রেনের ৬টি বগি। এতে নিহত হন ৪ জন। আহত হন শতাধিক যাত্রী। এ দুর্ঘটনায় প্রায় ২০ ঘন্টা সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিলো।

খালে পড়া যাওয়া বগিগুলো উদ্ধারে পরবর্তীতে আরও দুদিন দীর্ঘসময় এই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিলো।

আপনার মন্তব্য

আলোচিত