বড়লেখা প্রতিনিধি

১০ জুলাই, ২০১৯ ২০:২০

বড়লেখায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এ টুর্নামেন্টের আয়োজন করে।

বুধবার (১০ জুলাই) বড়লেখা সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সুজাউল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কাজিরবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

একই মাঠে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় টাইব্রেকারে বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে মহদিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিজ মিঞা। এতে শিক্ষক নাজিম উদ্দিন ও বদরুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসীম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, শিক্ষক মঞ্জু লাল দে, বদর উদ্দিন, অঞ্জনা রানী দে, মীর মুহিবুর রহমান, জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন আহমদ প্রমুখ।

পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, শিক্ষা কর্মকর্তা মো. রফিজ মিঞাসহ অতিথিরা চ্যাম্পিয়ন দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন।

আপনার মন্তব্য

আলোচিত