হবিগঞ্জ প্রতিনিধি

১২ জুলাই, ২০১৯ ২২:৫৬

বানিয়াচংয়ে ঘরের মধ্যেই বজ্রপাতে আহত গৃহবধূ

হবিগঞ্জের বানিয়াচংয়ে ঘরের মধ্যে থাকা অবস্থায় বজ্রপাতে আহত হয়েছে নয়ন আক্তার (২৮) নামের এক গৃহবধূ। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাকে আশংকা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শুক্রবার দুপুরে উপজেলার পুকড়া গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। আহত নারী ওই গ্রামের জামিল মিয়ার স্ত্রী।

বানিয়াচং থানার (ওসি) তদন্ত প্রজিৎ কুমার জানান, শুক্রবার সকাল থেকেই বানিয়াচংসহ জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়ার সাথে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে। দুপুরে ওই গৃহবধু তার বসতঘরেই কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিঠুন রায় জানান, বজ্রাঘাতের ফলে ওই নারী জ্ঞান হারিয়ে ফেলেছে। বেশ কয়েক ঘন্টা যাবত জ্ঞান না ফেরায় তাকে সিলেটে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

আপনার মন্তব্য

আলোচিত