দিরাই প্রতিনিধি

১৪ জুলাই, ২০১৯ ১৯:৪৪

দিরাইয়ে পানিবন্দি ৪৬০ পরিবার

চলমান বন্যায় সুনামগঞ্জের দিরাই উপজেলার নিম্নাঞ্চলের ৪৬০ টি পরিবার পানিবন্দি রয়েছেন। এর মধ্যে উপজেলার রফিনগর ইউনিয়নে ১০০ পরিবার, ভাটিপাড়ায় ৫০, চরনারচরে ৩৫, রাজানগরে ৪০, দিরাই সরমঙ্গলে ৪০, করিমপুরে ৫০, জগদলে ৪৫, তাড়লে ৫০ এবং কুলঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকার ৫০টি বাড়িতে বন্যার পানি উঠেছে।

রোববার (১৪ জুলাই) বিকেল ৪টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিরাইয়ে দুর্যোগব্যবস্থা কমিটির জরুরী সভা এ তথ্য জানানো হয়। এছাড়াও সভায় এলাকার প্রতিটি বিদ্যালয়কে মানুষের চাহিদা অনুযায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত হয়।

চলমান এই বন্যার পানি বাড়তে থাকলে উপজেলার নিম্নাঞ্চল পানির নিচে থলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সভায় জানানো হয়। তাই ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা প্রশানসসহ ও উপজেলা পরিষদ প্রস্তুত রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এছাড়া সরকারি ত্রাণ শুধুমাত্র বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা ও কোনো ভাবেই ক্ষতিগ্রস্ত ব্যতীত কেউ যেন ত্রাণ না পায় সে দিকে সবাইকে খেয়াল রাখতে বলা হয়।

উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী বলেন, আমাদের উপজেলায় এখনো তেমন বেশি ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়নি। অন্যান্য এলাকার চেয়ে আমরা এখনো ভালো আছি। আমাদের যথেষ্ট পরিমাণ সরকারি ত্রাণ মজুদ আছে। এ নিয়ে চিন্তার কারণ নেই। আমরা সবাই মিলে দুর্গতের পাশে দাঁড়াবো।

উপজেলা চেয়ারম্যান প্রতিটি ইউনিয়নে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে দুর্যোগব্যবস্থাপণা কমিটি গঠন, প্রতিটি বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র স্থাপন এবং উপজেলা পরিষদের মনিটরিং কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে সবাই আহবান জানান।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, আমরা উপজেলায় কন্ট্রোল রোম স্থাপন করেছি। সার্বক্ষণিক সকল ইউনিয়নের খবর নিচ্ছি। বিভিন্ন তথ্য অনুযায়ী এ পর্যন্ত উপজেলার ৪৬০ টি বাড়িঘরে পানির বন্যার পানি প্রবেশ করেছে। আমরা জরুরী ভিত্তিতে তাদের সহায়তা করে যাব। সরকারি ত্রাণ শুধুমাত্র বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করতে হবে। কোনো ভাবে ক্ষতিগ্রস্ত ব্যতীত কেউ যেন ত্রাণ না পায় সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবর পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার, এহসান চৌধুরী,রতন কুমার দাস তালুকদার, মুজিবুর রহমান, শিবলী আহমদ বেগ, আব্দুল কুদ্দুস,শাহজাহান কাজী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুল হালিম পাউবোর দিরাই শাখা প্রধান রিপন আলী, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার মন্তব্য

আলোচিত