ছাতক প্রতিনিধি

১৪ জুলাই, ২০১৯ ১৯:৫৪

ছাতকে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার সনদপত্র বিতরণ

সুনামগঞ্জের ছাতকে মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৯ উপজেলা পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ এবং উপজেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুলাই) উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার তাপস শীলের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীবের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন রায়।

আরো বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, ছাতক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জসিম উদ্দিন, ভাতগাঁও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাজ্জাদুর রহমান ও গীতা পাঠ করেন প্রশান্ত দাস তুষার।

অনুষ্ঠান শেষে ১শ ৫৬ জন শিক্ষার্থীর মধ্যে ২ হাজার করে টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত