ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

১৫ জুলাই, ২০১৯ ২২:০২

ফেঞ্চুগঞ্জে পানিবন্দি শতাধিক পরিবার

সিলেটের ফেঞ্চুগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে কুশিয়ারা ও জুড়ি নদীর পানি বিপদ সিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এমতাবস্থায় ফেঞ্চুগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল ও সমতল এলাকা প্লাবিত হয়েছে।

এদিকে টানা ভারী বর্ষণে সৃষ্ট প্লাবনে কয়েকটি এলাকার শতাধিক পরিবারের বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়াও গ্রামীণ জনপদ প্লাবিত হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের।

খোজ নিয়ে জানা যায়, উপজেলা সদরের আশপাশসহ প্রায় পাঁচটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় শিক্ষার্থীরা। উপজেলার বেশ কিছু এলাকার সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার ফলে বিদ্যালয়ে যেতে পারছে না উপজেলার স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা। এতে প্রায় বন্ধ হওয়ার উপক্রম উপজেলার শিক্ষা কার্যক্রম।

পানিবন্দি এলাকাগুলোর মধ্যে বারহাল, ভরাউট, মনুরটুক, গয়াসি, বাগমারা, পিটাইটিকর, ছত্রিশ নাথ কলোনি, সর্দার কলোনি, হাসপাতাল সড়ক, ফেঞ্চুগঞ্জ বাজার প্রধান সড়ক। এছাড়াও অতি বৃষ্টিতে সৃষ্ট প্লাবনে ভেসে গেছে বেশ কয়েকটি পুকুরের মাছ ও মাছের খামার, ডুবে গেছে আউশের ফসল। নষ্ট হয়ে গেছে গ্রীষ্ম কালীন সবজি।

এদিকে উপজেলার ৫ নং ইউনিয়নের মানিকোনা, বেলকোনা, সাইলকান্দি, সুড়িকান্দি, আমবাড়ি, হাওরতলা এলাকার বেশকিছু এলাকার বাসিন্দারা বন্যায় আক্রান্ত হয়েছেন। এছাড়া  ৪নং ইউনিয়নের বেশ কিছু এলাকায় পানিবন্দি রয়েছেন কয়েকটি পরিবার। পাশাপাশি বেশ কিছু বাড়িতে পানি উঠে গেছে।

তবে উপজেলা কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে এখনো কোন লোক আশ্রয়ণ প্রকল্পে উঠেন নি।

এ ব্যাপারে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার গিয়াস উদ্দিন মোল্লা জানান, কুশিয়ারার নদীর পানি আজও বিপদ সিমার ১২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত