বড়লেখা প্রতিনিধি

১৭ জুলাই, ২০১৯ ১৮:১৫

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বড়লেখায় সংবাদ সম্মেলন

জাতীয় মৎস্য সপ্তাহ ’১৯ উদযাপন ও বাস্তবায়নের অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’’।

বুধবার (১৭ জুলাই) সকালে উপজেলা মৎস্য কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন হয়। লিখিত বক্তব্য দেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদ।

এতে মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরন, মৎস্য সেক্টরের বর্তমান অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জনবহুল স্থানে মৎস্য বিষয়ক সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ও ভিডিও/প্রামাণ্যচিত্র প্রদর্শন, জাতীয় মৎস্য সপ্তাহ’র মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।

এ সময় বড়লেখা উপজেলা মৎস্য কার্যালয়ের সহকারি মৎস্য কর্মকর্তা একেএম মহসিন, তথ্য সংগ্রহকারী সামছুল হাসান, অফিস সহকারি মো. এস্তাগফার প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত