সিলেটটুডে ডেস্ক

১৭ জুলাই, ২০১৯ ২১:১২

ঢাকাদক্ষিণ কলেজে অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ সরকারি কলেজের অধ্যক্ষ ও কিছু শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ এনে তাদের অপসারণের দাবিতে বুধবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গনে প্রতিবাদ অবস্থান কর্মসুচী ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, দ্বাদশ ২য় বর্ষের শিক্ষার্থী তারেক আহমদ, জাহাঙ্গীর আলম, বিএ ২য় বর্ষের কামরুল ইসলাম, সাব্বির আহমদ, ফাইনাল বর্ষের তুজার আহমদ, সম্মান ১ম বর্ষের তামিম, দ্বীপ, দ্বাদশ ২য় বর্ষের মুরাদ আহমদ, বিএ ২য় বর্ষের সুমিত, ঝুমা, তামান্না জান্নাত, তামান্না মরিয়ম, বিএ ১ম বর্ষের ফৌজিয়া আক্তার, লীনা বেগম, শাপলা বেগম, হাফসা বেগম, রূপা আক্তার, ইমা আক্তার, তন্নি দাস, শাহীন আহমদ, মাজেদ আহমদ, রিপন আহমদ, ফাহিম আহমদ, সিয়াম আহমদ, মুন্না মিয়া, মাহির, নুর উদ্দিন, পাবেল, সামাদ সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচীতে শিক্ষার্থীরা বলেন, কলেজের অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষকের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা করছেন। তাঁরা সাধারণ ছাত্র-ছাত্রীদের টাকা হাতিয়ে নেওয়ার বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। শিক্ষার্থীরা এ ব্যাপারে উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, এ বিষয়ে ১৩ জুলাই উপজেলা নির্বাহী অফিসার বরাবর কলেজের প্রায় ১৫০জন শিক্ষার্থী সাক্ষরিত এক লিখিত অভিযোগ দাখিল করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত