ছাতক প্রতিনিধি

১৮ জুলাই, ২০১৯ ১৫:১১

ছাতকে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

সুনামগঞ্জের ছাতকে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে মৎস্য পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। পরে এ উপলক্ষে একটি র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুহিবুর রহমান মানিক এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপস শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শাদাত মো. লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ। আরও বক্তব্য রাখেন, মৎস্য চাষি আওলাদ হোসেন. প্রমুখ।

এসময় ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, আখলাকুর রহমান, মুরাদ হোসেন, সায়েস্তা মিয়া, আবুল হাসনাত, সাবেক চেয়ারম্যান গিয়াস মিয়া, আফজাল আবেদীন আবুল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এডভোকেট শাহাব উদ্দিন, বাবুল রায়, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম রশিদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, মঞ্জুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত