কমলগঞ্জ প্রতিনিধি

১৮ জুলাই, ২০১৯ ১৫:৪৬

কমলগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন হয়েছে।

কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ ও সূচনা প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনাসভা ও সফল মৎস্য চাষিদের পুরষ্কার প্রদানের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

এ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউট সম্পাদক মোসাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, হীড বাংলাদেশের প্রজেক্ট কর্মকর্তা অরুণ সিংহ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আসাদ উল্লাহ্‌।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, সূচনা প্রকল্পের মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের কর্মকর্তা, সাংবাদিকসহ উপজেলার মৎস্য খামারিরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি তিনজন সফল মৎস্য চাষিকে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করেন। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির ২০ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত বরা হয়।

আপনার মন্তব্য

আলোচিত