গোয়াইনঘাট প্রতিনিধি

১৮ জুলাই, ২০১৯ ১৮:৪৯

গোয়াইনঘাটে বন্যার্তদের সেবায় একাধিক মেডিকেল টিম

সিলেটের গোয়াইনঘাটে বন্যার্ত মানুষের সেবায় এবারও পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। একাধিক মেডিকেল টিম নিয়ে বন্যার্ত মানুষের ঘরে ঘরে ছুটছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরাও ছুটে চলেছেন বানবাসী মানুষের ঘরে ঘরে। স্কাউটসের সদস্যরাও বন্যার শুরু থেকে তৎপর রয়েছেন মাঠে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টায় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে একটি মেডিকেল টিম গোয়াইনঘাটের হাওরাঞ্চলে যাত্রা শুরু করে।

নৌকাযোগে লেঙ্গুঁড়া হাওর গ্রামের একাধিক পরিবারে মেডিকেল টিমের সদস্যদের নিয়ে বানবাসী মানুষের চিকিৎসার খোঁজ খবর নেন এবং পানিবন্দী প্রায় পরিবারেই পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইনসহ ওষুধ পৌঁছে দেন।

উপজেলা প্রশাসন গঠিত মেডিকেল টিমে অন্যান্যদের মধ্যে রয়েছেন উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক এবং সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মুনিম, কোষাধ্যক্ষ গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ দে চন্দন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর রমজান আলী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত