সুনামগঞ্জ প্রতিনিধি

১৮ জুলাই, ২০১৯ ২০:১১

হাওরাঞ্চলের মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে: জয়া সেনগুপ্তা

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেন, দিন দিন ধ্বংস হচ্ছে হাওর অঞ্চলের জীববৈচিত্র্য। হাওর অঞ্চলে এক সময় মাছে ভরপুর ছিল, কালের আবর্তে সেগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই হাওর অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১টায় সুনামগঞ্জের দিরাইয়ে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করে সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এ কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের গৃহীত উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় দেশ আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। অভ্যন্তরীণ ও সামুদ্রিক মৎস্য সম্পদ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গণমিলনায়তন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিশ্বজিৎ দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, মেয়র মোশাররফ মিয়া, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, উপজেলা কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম, ইউপি মুজিবুর রহমান তালুকদার, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার।

এতে আরও বক্তব্য রাখেন জগদল ইউনিয়ন মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি মিজানুর রহমান, মৎস্যজীবী লিলি বেগম।

আপনার মন্তব্য

আলোচিত