কানাইঘাট প্রতিনিধি

১৯ জুলাই, ২০১৯ ০০:৫৯

কানাইঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

‘মৎস্য চাষে গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ মৎস্যখাতের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’-এই প্রতিপাদ্যকে সামেন রেখে সারাদেশের মতো কানাইঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি কানাইঘাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে পরবর্তীতে উপজেলা হল রুমে শেষ হয়। এরপর উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে মৎস্য সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং।

মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী বিদ্যুৎ চন্দ্র সরকারের পরিচালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন, উপজেলা ভেটেরেনারি সার্জন ডা: আব্দুল্লাহ আল মাসুদ, সমাজ সেবা কর্মকর্তা মো: জিলানী, পল্লী বিদ্যুৎ কানাইঘাট জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ শাহীন রেজা ফরাজী।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, সূচনা প্রকল্পের শেখ ফরিদ আহমদ, ছাত্রলীগ নেতা আফজাল হোসেন মিজান প্রমূখ।

পরে বিভিন্ন প্রজাতির পুকুরে ১৮ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত