নিজস্ব প্রতিবেদক

১৯ জুলাই, ২০১৯ ১৭:৫৪

ভারতে ১৪৪ ধারা, কোম্পানীগঞ্জে সতর্কতা

ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি হিলস্ সীমান্ত এলাকায় জনসাধারণের চলাফেরার ওপর বিধিনিষেধ আরোপ করে ১৪৪ ধারা জারি করেছে দেশটির প্রশাসন। পূর্ব খাসি হিলস্ জেলার অতিরিক্ত জেলা শাসক (এডিএম) এ ১৪৪ ধারা জারি করেছেন।

সীমান্তের ৫শ’ মিটার এলাকায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত চলাফেরার ওপর বিধিনিষেধের সময় নির্ধারণ করা হয়। এই আদেশ অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে, সীমান্ত এলাকায় অবস্থানরত কোম্পানীগঞ্জের জনসাধারণের নিরাপত্তার স্বার্থে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, সীমান্ত এলাকায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা করেছে ভারত। তাই সকলকে ওই সময়ে সীমান্ত এলাকায় অবস্থান না করার জন্য অনুরোধ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জনপ্রতিনিধি, বিজিবি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মন্তব্য

আলোচিত