সিলেটটুডে ডেস্ক

২০ জুলাই, ২০১৯ ০১:২৭

সিলেটে বন্যার্তদের ত্রাণ বিতরণ করবে ছাত্রলীগ, দায়িত্বে সাইফুর ও রাহেল

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবে বাংলাদেশ ছাত্রলীগ। বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের জন্য বিশেষ টিমও গঠন করেছে ছাত্রলীগ।

বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ, অসহায় মানুষের পাশে দাঁড়াতে ও সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ কর্মসূচি করতে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। কেন্দ্রীয় নির্বাহী সংসদ মনোনীত জেলাভিত্তিক বিশেষ প্রতিনিধি দলের তালিকাও করা হয়েছে।

শুক্রবার সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সাক্ষরিত ছাত্রলীগের এক প্যাডে সারা বাংলাদেশের ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য এক বিশেষ প্রতিনিধি দল মনোনীত করা হয়।

তাদের বিশেষ প্রতিনিধি হিসেবে সিলেটে দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসম্পাদক সাইফুর রহমান রাজন ও সদস্য রাহেল সিরাজ।

তাদেরকে শনিবারের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় উপস্থিত হয়ে কার্যক্রম শুরুর নির্দেশও প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত