বড়লেখা প্রতিনিধি

২০ জুলাই, ২০১৯ ২৩:৫৭

সরকারি সফরে ভিয়েতনাম যাচ্ছেন বড়লেখার শিক্ষক নাজিম উদ্দিন

সরকারি সফরে ভিয়েতনামে যাচ্ছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি আগামী মঙ্গলবার (২৩ জুলাই) ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের উদ্দেশ্যে দেশত্যাগ করবেন।

বড়লেখা উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই পর্বে মৌলভীবাজার জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার সুবাদে বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় নাজিম উদ্দিন ভিয়েতনাম সফরে যাচ্ছেন। সেখানে ‘আধুনিক বিদ্যালয় ব্যবস্থাপনা কৌশল’ শীর্ষক প্রশিক্ষণ গ্রহণ করবেন। এছাড়াও সফরকালে নাজিম উদ্দিন শিক্ষা বিষয়ক সেখানকার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।

নাজিম উদ্দিন শিক্ষকতার পাশাপাশি উপস্থাপনা, স্কাউটিং, রক্তদান, সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে গড়ে তোলা বিদ্যালয় ‘চেতনা পাঠশালা’ পরিচালনাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত আছেন।

উল্লেখ্য, নাজিম উদ্দিন বড়লেখা থেকে প্রথম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যিনি সরকারি সফরে বিদেশে যাচ্ছেন।

আপনার মন্তব্য

আলোচিত