দিরাই প্রতিনিধি

২৩ জুলাই, ২০১৯ ১২:৪৯

দিরাইয়ে স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে আটক ২

সুনামগঞ্জের দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির দায়ে দুই যুবককে আটক করেছে দিরাই থানা পুলিশ।

সোমবার (২২ জুলাই) রাত ৮টায় উপজেলার করিমপুর ইউনিয়নের মকসুদপুর গ্রামে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার করিমপুর ইউনিয়নের মকসুদপুর গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে মোক্তাদির (২২) ও নজরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২৩) দীর্ঘদিন যাবত ওই ছাত্রীকে স্কুলের আসা যাওয়ার পথে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশের রাস্তায় দুই বখাটে তাকে জোরপূর্বক ব্যাটারিচালিত অটোরিকশায় তোলার চেষ্টা করে। পরে স্কুল ছাত্রী বাড়ি গিয়ে বিষয়টি অভিভাবকদের জানালে তারা দিরাই থানায় অভিযোগ করেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে আমি নিজে অভিযান চালিয়ে দুই বখাটে যুবককে আটক করেছি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য

আলোচিত