নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০১৯ ১৩:১৪

খালেদা জিয়ার পক্ষে মাজারে গিলাফ দিলেন আরিফ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে শাহজালাল (রহ.) এর মাজারে গিলাফ প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৩ জুলাই) সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী মাজারে গিয়ে এই গিলাফ চড়ান।

এ সময় বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সহসভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ তৌফিকুল হাদী, সিলেট জেলা বিএনপির সদস্য কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী, মুফতি রায়হান উদ্দীন মুন্না, নজির হোসেন শেখ, আব্দুর রহমান জনিসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশ-বিদেশের দলবেঁধে আসা ভক্তদের হাতেও ছিল নানা রঙয়ের গিলাফ। আর মুখে মুখে উচ্চারণ ‘লালে লাল– বাবা শাহজালাল’!

বুধবার ভোর রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ওরসের আনুষ্ঠানিকতা।

ভক্তরা জানান, হযরত শাহজালাল (রহ.) আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও বিশ্ব শান্তির কামনা করছেন তারা।

প্রসঙ্গত, উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য হযরত শাহজালাল (রহ.) ১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ সফরসঙ্গী নিয়ে সিলেট আসেন। ১৩৪৬ খ্রিস্টাব্দের ১৯ জিলকদ তিনি ইন্তেকাল করেন। সিলেটে তিনি যে টিলায় বসবাস করতেন, সেখানেই তাকে দাফন করা হয়। তার কবরকে ঘিরেই পরে গড়ে উঠেছে মাজার।

 

আপনার মন্তব্য

আলোচিত