দিরাই প্রতিনিধি

২৩ জুলাই, ২০১৯ ১৮:১৫

গুজবে কান না দিতে দিরাই থানা পুলিশের সচেতনতামূলক প্রচারণা

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় অপরিচিত ব্যক্তিকে দেখে ছেলেধরা  সন্দেহে এক শ্রেণির উৎসুক জনতা গুজব রটানোর মাধ্যমে গণধোলাই দিচ্ছে। এসব গুজবে কান না দিতে জনসাধারণ কে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক প্রচারণামূলক সভা করেছেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি)  কেএম নজরুল ইসলাম।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে দিরাই জামেয়া হাফিজিয়া হোসাইনিয়া মাদ্রাসা, দিরাই সরকারি কলেজ ও দিরাই মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন দিরাই জামেয়া হাফিজিয়া হোসাইনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির, দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার দাস, দিরাই মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান গৌছ মিয়া, প্রধান শিক্ষক শিপ্রা রানী রায় সহ শিক্ষক ও পুলিশের সদস্যবৃন্দ।

এসময় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি)  কেএম নজরুল ইসলাম বলেন, সকল পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে। আপনারা গুজবে কান দিয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি না দিয়ে পুলিশে দিন। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় অপরিচিত ব্যক্তিকে দেখে ছেলেধরা সন্দেহে এক শ্রেণির উৎসুক জনতা গুজব রটানোর মাধ্যমে গণধোলাই দিচ্ছে। এসব গুজবে কান না দিয়ে তৎক্ষণাৎ থানায় যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত