সুনামগঞ্জ প্রতিনিধি

২৮ জুলাই, ২০১৯ ১৭:৪৩

সুনামগঞ্জে পরিস্কার ও পরিচ্ছন্নতা অভিযান

“নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জে পরিস্কার ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের নেতৃত্বে সুনামগঞ্জ কালেক্টটরেট চত্ত্বর থেকে পরিস্কার ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। অভিযানটি শহরের বিভিন্ন সড়ক পরিচ্ছন্নতা করে আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এসে শেষ হয়।

পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোখলেছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল আহসান খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিল আহমদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।
এসময় জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচরীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত